কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : কেউ মারা গেলে তার মাগফিরাতের জন্য ছিয়াম রাখা যাবে কি?

উত্তর: না, যাবে না। কেননা মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য ছিয়াম রাখার কোন প্রমাণ নেই। তবে কারো উপর মানতের ছিয়াম থাকা অবস্থায় মারা গেলে তার পক্ষ থেকে কোন নিকটাত্মীয় তা আদায় করবে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈকা মহিলা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন হে আল্লাহর রাসুল! আমার মা মৃত্যুবরণ করেছেন। তার উপর মানতের ছিয়াম রয়েছে। আমি তার পক্ষ হতে এ ছিয়াম আদায় করতে পারি কি? তখন তিনি বললেন যদি তোমার মায়ের উপর কোন ঋণ থাকত এবং তুমি তা পরিশোধ করে দিতে, তবে তা তার পক্ষ হতে আদায় হতো কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তোমার মায়ের পক্ষ হতে তুমি ছিয়াম পালন করো (ছহীহ মুসলিম, হা/১১৪৮)।


প্রশ্নকারী : মাহফুজ

মাদারীপুর।


Magazine