উত্তর: পিতার অছিয়ত অনুযায়ী উক্ত জমিটি কবরস্থানের জন্য ওয়াকফ হয়ে গেছে। তাই এখানে চাষাবাদ করা হলে, উক্ত এলাকায় প্রচলিত লিজ বা বর্গা অনুযায়ী চাষকারী তার অংশ গ্রহণ করবে আর বাকি অংশ কবরস্থানের উন্নয়নের জন্য ব্যয় করা হবে (ছহীহ বুখারী, হা/২৭৩৭; ছহীহ মুসলিম, হা/১৬৩২)। আর সেই কবরস্থানের প্রয়োজন না থাকলে অন্য কবরস্থানের উন্নয়নে সেই অর্থ দিয়ে দিবে।
প্রশ্নকারী : যয়নুল আবেদীন
উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ।
 
                             
                        
 
        
    