কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): আমাদের গ্রামে এমন কোনো কবরস্থান নেই, যেখানে গ্রামের সকল মুসলমানকে কবর দেওয়া যায়। বরং প্রতিটি বংশের আলাদা আলাদা কবরস্থান রয়েছে। আমাদের কোনো কবরস্থান ছিল না, তাই আমার বাবা ইন্তেকালের পূর্বে তাঁর একটা জায়গা দেখিয়ে দিয়ে বলেন যে, আমাকে এখানে কবর দিওএবং এখানে দশশতক জমি কবরস্থানের জন্য বাদ দিয়ে বাকি জমিগুলো তোমরা ভাগ করে নিও। বাবা ইন্তেকালের পরে আমরা তাই করেছি। এই দশশতক জমিতে শুধুমাত্র বাবার কবর রয়েছে, বাকি জমিটা খালি পড়ে ছিল। তাই জমিটা খালি ফেলে না রেখে, আমি চাষ করছি। কিন্তু প্রশ্ন হলো এই যে, আমার এই চাষ করাটা ইসলামী শরীআত মতে জায়েয হচ্ছে কি?

উত্তর: পিতার অছিয়ত অনুযায়ী উক্ত জমিটি কবরস্থানের জন্য ওয়াকফ হয়ে গেছে। তাই এখানে চাষাবাদ করা হলে, উক্ত এলাকায় প্রচলিত লিজ বা বর্গা অনুযায়ী চাষকারী তার অংশ গ্রহণ করবে আর বাকি অংশ কবরস্থানের উন্নয়নের জন্য ব্যয় করা হবে (ছহীহ বুখারী, হা/২৭৩৭; ছহীহ মুসলিম, হা/১৬৩২)। আর সেই কবরস্থানের প্রয়োজন না থাকলে অন্য কবরস্থানের উন্নয়নে সেই অর্থ দিয়ে দিবে।

প্রশ্নকারী : যয়নুল আবেদীন

উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ।


Magazine