কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): আমাদের মসজিদে কেউ দু‘আর জন্য আবেদন করলে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা হয় (অসুস্থতার জন্য, আবার কেউ দু‘আ করার জন্য টাকা দেয়)। বিশেষ করেজুমআর ফরয ছালাতের পর সম্মিলিতভাবে দু‘আ করা হয়। তারা বলছে এটা ফরমায়েশি দু‘আ। এভাবে দু‘আ করা যাবে কি?

উত্তর: ‘ফরমায়েশ’ কথার অর্থ হলো, ‘আদেশ করা, অনুরোধ করা, আবেদন করা’। কেবল ইসতিসক্বা তথা বৃষ্টি প্রার্থনা ব্যতীত অন্য কোনো বিষয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দু‘আর অনুরোধ কেউ করেছেন আর তিনি সবাইকে নিয়ে দু‘আ করেছেন, এমন নযির ইসলামের ইতিহাসে নেই। আর ‘ফরমায়েশী দু‘আ’ এটা বিদআতপন্থীদের বানানো পরিভাষা মাত্র। সালাফদের থেকে এই পরিভাষা পাওয়া যায় না। তাই প্রশ্নোল্লিখিত ফরমায়েশী মুনাজাতও বিদআত।

প্রশ্নকারী : সরফরাজ মল্লিক

বাঁকুড়া, পশ্চিমবঙ্গ।

Magazine