কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : যে ব্যক্তি শিরক ও বিদ‘আতের সাথে জড়িত তার জানাযায় শরীক হওয়া যাবে কি?

উত্তর : প্রত্যেক মৃত মুসলিম ব্যক্তির জানাযার ছালাত আদায় করা ফরয। সুতরাং কোন ব্যক্তি যদি মুশরিক হয়ে মারা যায় তাহলে তার জানাযার ছালাত আদায় করা যাবে না। আর যদি কোন ব্যক্তি এমন বিদ‘আতী আমল করে যা তাকে কুফুরী পর্যন্ত পৌঁছায় না। যেমন আমলগত বিদ‘আত, তাহলে এমন বিদ‘আতীর জানাযা পড়া যাবে। আর যদি কোন ব্যক্তি আক্বীদাগত এমন কোন বিদ‘আত করে যার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে তার জানাযা পড়া যাবে না। যেমন, জাহমিয়্যাহ, মু‘তাযিলা, শী‘আ ইত্যাদি। এই মর্মে আল্লাহ তা‘আলা বলেন, ‘আর ভবিষ্যতে (মুনাফিকদের) কোনো লোক মারা গেলে তার (জানাযা) ছালাত তুমি কখনই আদায় করবেনা এবং তাদের কবরের পাশে কখনও দাঁড়াবেনা। তারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে ‍কুফুরী করেছে এবং তারা কুফুরী অবস্থায় মৃত্যু বরণ করেছে (তাওবা, ৮৪)।

 -আব্দুস সামী

গঙ্গাচড়া, রংপুর


Magazine