উত্তর : নিজের পিতা-মাতা ব্যতীত অন্য কাউকে সম্মান ও শ্রদ্ধার খাতিরে মা-বাবা সম্বোধন করা দোষাবহ নয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি তো তোমাদের পিতার সমতুল্য। আমি তোমাদের শিখিয়ে দেই...’ (আবূ দাঊদ, হা/৮; সিলসিলা ছহীহা, হা/১৩০১)। তবে কোনোভাবেই নিজ পিতা-মাতাকে অস্বীকার করার মানসিকতা রাখা যাবে না (বুখারী, হা/৩৫০৮; মুসলিম, হা/৬১)। উল্লেখ্য যে, এমতাবস্থায় কাউকে পিতা বলে সম্বোধন করলেও তার সাথে পর্দা বজায় রাখতে হবে।
প্রশ্নকারী : মাজেদা বেগম
কুলাঘাট, লালমণিরহাট।