কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : যারা বাচ্চাকে দুধ পান করাবে এবং যারা গর্ভবতী তাদের ছিয়ামের হুকুম কী?

উত্তর: নিজের ও বাচ্চার ক্ষতির আশংকা না থাকলে ছিয়াম পালন করবে। আর যদি ক্ষতির আশংকা থাকে, তাহলে তারা ছিয়াম ছেড়ে দিবে এবং অন্য সময় করে নিবে। আল্লাহ অন্য সময় করার জন্য আদেশ করেছেন ([1]. আল-বাক্বারা, ২/১৮৫)। তবে এরাও ফক্বীর-মিসকীনকে ছিয়ামের পরিবর্তে খাদ্য দান করতে পারে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর বাণী, ‘সামর্থ্যবান তারা মিসকীনদের ফিদিয়া প্রদান করবে’। তিনি বলেন, এ আয়াতটি অতি বৃদ্ধ ও বৃদ্ধা লোকের জন্য ঐচ্ছিক ব্যবস্থা স্বরূপ। যদি তারা ছিয়াম রাখতে সামর্থ্য হয়, তবে ছিয়াম রাখবে, অন্যথায় প্রত্যহ একজন মিসকীনকে খাদ্য খাওয়াবে। আর গর্ভবতী ও দুগ্ধদানকারী মা যদি সন্তানের ক্ষতির আশঙ্কাবোধ করে, তবে তাদের জন্যও এ নির্দেশ বহাল রয়েছে। ইমাম আবূ দাঊদ রাহিমাহুল্লাহ বলেন, যদি তারা তাদের সন্তানের ব্যাপারে শঙ্কিত হয়, তবে তারা ছিয়াম না রেখে (মিসকীনকে) খাদ্য খাওয়াতে পারে (আবূ দাঊদ, হা/২৩১৮)।

প্রশ্নকারী : শামীম রেজা

চাপাই নবাবগঞ্জ।


Magazine