উত্তর: না, পাগল ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তারা হলো- (১) পাগল, যতক্ষণ না সুস্থ হয়; (২) ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয় এবং (৩) নাবালক শিশু, যতক্ষণ না সে বালেগ হয়’ (আবূ দাঊদ হা/৪৪০৩; ছহীহুল জামে‘ হা/৩৫১৪)।
প্রশ্নকারী :মনিরুল ইসলাম
কুষ্টিয়া।