উত্তর : শরীআতে কুরবানীর পশুর বয়সের কথা বলা হয়নি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত উঠা (মুসিন্নাহ) পশু ব্যতীত যবেহ করো না (ছহীহ মুসলিম, হা/১৯৬৩; মিশকাত, হা/১৪৫৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৭১, ৩/২২২)। এই হাদীছ প্রমাণ করে যে, দুধের দাঁত ভেঙ্গে নতুন দাঁত উঠা শর্ত। তবে এমন পশু পাওয়া না গেলে যে সকল পশুর বয়স এক বছর পূর্ণ হয়েছে তা দ্বারাও কুরবানী করা যায়।
প্রশ্নকারী : মুস্তাকীম
মোহনপুর, রাজশাহী।