কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : পবিত্র কুরআনে কি গান-বাজনা হারাম হওয়ার কোনো দলীল রয়েছে?

উত্তর : আল্লাহ তাআলা বলেন, ‘আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য জ্ঞান ছাড়াই অসার বাক্য কিনে নেয় এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি’ (লুকমান, ৩১/৬)। ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, ঐ সত্তার কসম! যিনি ছাড়া সত্য কোনো মা‘বূদ নেই! এখানে অসার বাক্য দিয়ে উদ্দেশ্য হলো গান-বাজনা। অনুরূপভাবে ইবনু আব্বাস, জাবের, ইকরিমা, সাঈদ ইবনু যুবাইর, মুজাহিদ, মাকহূল, আমর ইবনু শুআইব, আলী ইবনু বাযীমাহ n থেকেও এমনটি বর্ণিত হয়েছে (ইবনু কাছীর, ৬/২৯৬)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine