কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কি জুয়ার অন্তর্ভুক্ত?

উত্তর: রেজিস্ট্রেশন ফি যদি অল্প হয় যা দিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত প্রয়োজনীয় খরচ করা যায় অথবা এটিকে অংশগ্রহণের জন্য নিশ্চয়তা স্বরূপ একটি নিয়ম হিসেবে গণ্য করা হয় যেমনটি ভর্তি ফরমের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে তাতে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে অবশ্যই উপহারের অর্থটি উক্ত রেজিষ্ট্রেশন ফি ছাড়াই ভিন্ন কোনো খাত থেকেই ব্যবস্থা করতে হবে। আমর বিন সালামাকে তার এলাকার লোকেরা টাকা তুলে একটি জামা কিনে দেয়। তিনি বলেন, তারা কাপড় খরিদ করে আমাকে একটি জামা তৈরি করে দিল। এ জামা পেয়ে আমি এত খুশি হয়েছিলাম যে, আর কিছুতে এত খুশি হইনি (ছহীহ বুখারী, হা/৪৩০২)। এছাড়া যদি সবার কাছে থেকে টাকা উঠিয়ে প্রতিযোগিতা করা হয় এবং ওই টাকা থেকেই পুরস্কার দেওয়া হয়, তাহলে তা হবে লটারি যা জুয়ার অন্তর্ভুক্ত। জুয়া হলো ঝুঁকি নিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা; যাতে হার-জিত উভয়ের আশঙ্কা থাকে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ‘পিতামাতার অবাধ্য, জুয়াখোর, দান করে খোঁটা দানকারী এবং মদখোর জান্নাতে প্রবেশ করবে না’ (মিশকাত, হা/৩৬৫৩)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine