উত্তর: ইবনু সাইয়্যেদ মাসীহ দাজ্জাল নয়; বরং সে হলো, মদীনাতে বসবাসকারী ইয়াহূদীদের একজন। তার নাম হলো সাফি। আবার বলা হয়ে থাকে যে, আব্দুল্লাহ ইবনু সাইয়্যেদ। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনাতে আগমন করেন, তখন সে ছোট ছিল। সে মাঝে মাঝে গণকী করতো। এতে সে কিছু সত্য বলতো এবং কিছু মিথ্যা বলতো। এক পর্যায়ে তার খবর মানুষদের মাঝে ছড়িয়ে পড়ল। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু সাইয়্যেদের বিষয়টি স্পষ্ট করার জন্য তার কাছে গোপনে যেতেন, যাতে সে বুঝতে না পারে। এছাড়াও নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু প্রশ্ন করতেন, যাতে তার প্রকৃত বিষয়টি প্রকাশ পেয়ে যায় (ছহীহ বুখারী, হা/১৩৫৫)। সে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পরেও বেঁচে ছিল এবং হাররার দিনে সে হারিয়ে যায়।
কিন্তু অনেক ছাহাবী ইবনু সাইয়্যেদকে দাজ্জাল মনে করতেন। যেমন উমার রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপস্থিতিতে ইবনু সাইয়্যেদকে দাজ্জাল বলে উল্লেখ করলেও তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের এই কথার বিরোধিতা করেননি (ছহীহ বুখারী, হা/৬৮০৮)। পক্ষান্তরে তামীম দারী রযিয়াল্লাহু আনহু দাজ্জালকে একটি দ্বীপে বাঁধা অবস্থাতে দেখেছেন (ছহীহ মুসলিম, হা/২৯৪২)। এই দুই বর্ণনার মাঝে সমন্বয় করতে গিয়ে ইবনু হাজার রহিমাহুল্লাহ বলেন, তামীম দারী রযিয়াল্লাহু আনহু যাকে দেখেছিলেন, সেই প্রকৃত দাজ্জাল। আর ইবনু সাইয়্যেদ হলো শয়তান, যে সেই সময়ে দাজ্জালের আকৃতিতে আত্মপ্রকাশ করেছিল। তারপর সে ইসফাহানের দিকে গিয়ে সেখানে আত্মগোপন করে (ফাতহুল বারী, ১৩/৩২৮)।
প্রশ্নকারী : সাইদুল ইসলাম
নারায়ণগঞ্জ।