কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : যাকাতের টাকা দিয়ে ইসলামী বইপত্র কিনে মসজিদে দান করা যাবে কি?

উত্তর : যাকাতের সম্পদ মসজিদের কোনো কাজে ব্যয় করা যাবে না। কেননা যাকাতের যেই আটটি খাতের কথা কুরআনে বর্ণিত হয়েছে মসজিদ সেগুলোর অন্তর্ভুক্ত নয়। আর যাকাত শুধু উক্ত খাতগুলোতেই প্রদান করতে হবে (আত-তওবা, ৯/৬০)। সুতরাং মসজিদ বা মসজিদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেমন মসজিদ ও লাইব্রেরী ইত্যাদি খাতে যাকাত প্রদান করা যাবে না।

প্রশ্নকারী : মুহাম্মাদ সামিন

ঢাকা।


Magazine