কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : যোহরের ফরয ছালাতের পূর্বের চার রাকা’আত সুন্নাত এক সালামে পড়তে হবে না-কি দুই সালামে?

উত্তর : যোহরের পূর্বের চার রাকা’আত ছালাত এক সালামেও পড়া যায় দুই সালামেও পড়া যায়। ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, صَلاَةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى ‘রাতের এবং দিনের ছালাত দুই দুই রাকা’আত করে’ (আবূ দাউদ, হা/১২৯৫; নাসঈ, হা/১৬৬৬)। অত্র হাদীছ প্রমাণ করে যে, দিন-রাতের সকল নফল ছালাত দুই দুই রাকা’আত করে পড়া সুন্নাত। তবে যে সকল নফল ছালাত এক সালামে চার রাকা’আত প্রমাণিত হয়েছে সে ছালাতগুলো উক্ত হাদীছের আওতাভুক্ত হবে না। আর যোহরের পূর্বের চার রাকা’আত ছালাত এক সালামে পড়া যাবে মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (ইবনু মাজাহ, হা/১১৯২)।

প্রশ্নকারী : মো. আব্দুল গফুর

জিপিও ৯০০০, খুলনা।


Magazine