উত্তর: জুমআর খুৎবায় দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে খুৎবা দেওয়া সুন্নাত। হাকাম ইবনে হুযন আল-কুলফী বলেন, আমরা সেখানে (মদীনায়) কয়েকদিন অবস্থান করলাম। অবশেষে আমরা একদিন তাঁর সাথে জুমআর ছালাতে যোগ দিলাম। তিনি লাঠির উপর ভর দিয়ে খুৎবায় দাঁড়ালেন (আবূ দাঊদ, হা/১০৯৬)। আর সাধারণ বক্তৃতার ক্ষেত্রে দাঁড়িয়ে বা বসে, লাঠিসহ বা লাঠি ছাড়া বক্তব্য দেওয়া যায়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে বসে তামীম আদ-দারীর হাদীছটি বর্ণনার সময় স্বীয় লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে বললেন, ‘এটিই হলো ত্বইবা, এটিই হলো ত্বইবা, এটিই হলো ত্বইবা অর্থাৎ মদীনা’ (ছহীহ মুসলিম, হা/২৯৪২)।
প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রিস
চাঁপাই নবাবগঞ্জ সদর।