কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর সকল বক্তব্যের ক্ষেত্রেই দাঁড়িয়ে এবং হাতে লাঠি নিয়ে বক্তব্য দিতেন? এখন যারা মাহফিল, তা‘লীমী বৈঠকে বক্তব্য রাখেন, তাদের কি দাঁড়িয়ে এবং হাতে লাঠি নিয়ে বক্তব্য রাখা উচিত?

উত্তর: জুমআর খুৎবায় দাঁড়িয়ে হাতে লাঠি নিয়ে খুৎবা দেওয়া সুন্নাত। হাকাম ইবনে হুযন আল-কুলফী বলেন, আমরা সেখানে (মদীনায়) কয়েকদিন অবস্থান করলাম। অবশেষে আমরা একদিন তাঁর সাথে জুমআর ছালাতে যোগ দিলাম। তিনি লাঠির উপর ভর দিয়ে খুৎবায় দাঁড়ালেন (আবূ দাঊদ, হা/১০৯৬)। আর সাধারণ বক্তৃতার ক্ষেত্রে দাঁড়িয়ে বা বসে, লাঠিসহ বা লাঠি ছাড়া বক্তব্য দেওয়া যায়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে বসে তামীম আদ-দারীর হাদীছটি বর্ণনার সময় স্বীয় লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে বললেন, ‘এটিই হলো ত্বইবা, এটিই হলো ত্বইবা, এটিই হলো ত্বইবা অর্থাৎ মদীনা’ (ছহীহ মুসলিম, হা/২৯৪২)। 

প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রিস

চাঁপাই নবাবগঞ্জ সদর।


Magazine