কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : ছালাতে সিজদা থেকে দাঁড়িয়ে একটা সিজদা হয়েছে, নাকি দুইটি সিজদা হয়েছে। এরূপ সন্দেহ হলে করণীয় কী?

উত্তর ছালাতে সিজদা থেকে দাঁড়িয়ে পরের রাকআতের কিরাআত শুরু করার আগেই যদি সন্দেহ হয়, তাহলে সিজদার নিশ্চিত সংখ্যার ওপর নির্ভর করে, আরেকটি সিজদা দিবে। রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন রাকআত আদায় করা হলো না চার রাকাআত আদায় করা হলো- ছালাতের মধ্যে তোমাদের কারো এরূপ সন্দেহ হলে সে যে কয় রাকআত আদায় করেছে বলে নিশ্চিত হবে (তিন রাকাআত) সে কয় রাকআতকে ভিত্তি ধরে অবশিষ্ট করণীয় করবে। এরপর সালাম ফিরানোর পূর্বে দুটি সিজদা করবে। (এখন) সে যদি পাঁচ রাকআত আদায় করে থাকে তাহলে এ দুই সিজদা দ্বারা তার ছালাতের জোড়া পূর্ণ হয়ে যাবে। আর যদি তার ছালাত চার রাকআত হয়ে থাকে তাহলে (এই) সিজদা দুটি শয়তানকে লাঞ্ছিত বা অপদস্থ করার শামিল হবে’ (ছহীহ মুসলিম, হা/৫৭১)। আর যদি পরের রাকআতের কিরাআত শুরু করে দেয়, তাহলে শেষে পুরো এক রাকআত আদায় করে সাহু সিজদা করবে (শারহুল মুমতে, ৩/৩৮৪)।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী।


Magazine