কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): জমিদাতা তার মৃত বাবার নামে মসজিদের নামকরণ করেছেন। মসজিদের নাম ‘ইসমাঈল শাহ বায়তুল হামদ জামে মসজিদ’। এখন এই মসজিদে ছালাত আদায় হবে কি? এ মসজিদের নাম রাখা যাবে কি?

উত্তর: কোন গোত্র বা ব্যক্তির নামে মসজিদের নামকরণ করা জায়েয। তবে না করাই উত্তম। কেননা এর দ্বারা ব্যক্তির মাঝে রিয়া বা লৌকিকতা আসতে পারে। ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, অমুকের মসজিদ বলা যায় কি? আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তৈরি ঘোড়াকে ‘হাফয়া’ (নামক স্থান) হতে ‘ছানিয়াতুল ওয়াদা’ পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন। আর যে ঘোড়া যুদ্ধের জন্য তৈরি নয়, সে ঘোড়াকে ‘ছানিয়া’ হতে মসজিদে বানী যুরাইক পর্যন্ত দৌঁড় প্রতিযোগিতা করিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৪২০)। বনু যুরাইক একটি গোত্রের নাম। এমন মসজিদে ছালাত আদায়ে কোনো বাধা নেই।

প্রশ্নকারী : ডা. রহমাতুল্লাহ

রানীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর।


Magazine