কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : মূসা আলাইহিস সালাম-এর হাতের লাঠিটি ছিল আদম আলাইহিস সালাম-এর। তিনি জান্নাত থেকে আসার সময় জান্নাতের গাছের একটি ডাল নিয়ে এসেছিলেন। ডালটি আদম আলাইহিস সালাম লাঠিরূপে ব্যবহার করেছিলেন। অতঃপর পর্যায়ক্রমে নবীগণের হাতে আসতে থাকে। শেষে মূসা আলাইহিস সালাম-এর নিকট এসে পৌঁছে। এ লাঠির অনেক মু‘জিযা ছিল। উক্ত ঘটনা কি সত্য?

উত্তর : উক্ত ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় না।

প্রশ্নকারী : আব্দুর রহমান

পীরগঞ্জ, রংপুর।


Magazine