উত্তর : সাক-সবজি এবং পচনশীল ফল-মূলের যাকাত আদায় করতে হবে না। আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সাক-সবজিতে যাকাত নেই’… (মিশকাত, হা/১৮১৩)। সুতরাং আম পচনশীল ফল হওয়ায় আমের যাকাত আদায় করতে হবে না। তবে কেউ যদি ব্যবসা করার জন্য আমের বাগান করে বা বাগান ক্রয় করে, তাহলে তাকে তার যাকাত আদায় করতে হবে। যখন তার মূল্য নিছাব পরিমাণ হবে তথা সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপার সমমূল্য হবে এবং এক বছর অতিক্রম করবে, তখন তা থেকে শতকরা আড়াই টাকা যাকাত আদায় করবে। সামুরা ইবনু জুনদুব রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঐ পণ্যের যাকাত বের করতে আদেশ করতেন যা আমরা বিক্রির জন্য প্রস্তুত করতাম (মিশকাত, হা/১৮১১)।
আব্দুন নূর
সাপাহার, নওগাঁ।