উত্তর: মহিলারা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখতে সুন্দর হবে, কিন্তু কোনো ঘ্রাণ থাকবে না। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘পুরুষের সুগন্ধি এমন যার মধ্যে ঘ্রাণ প্রকাশ পাবে, কিন্তু রং গোপন থাকবে। আর নারীর সুগন্ধি এমন যার মধ্যে রং প্রকাশ পাবে, কিন্তু ঘ্রাণ গোপন থাকবে’ (সুনানু নাসাঈ, হা/৫১১৭)। তবে কোনো মহিলা যদি আতর ব্যবহার করে, তাহলে তাকে বাড়িতে বা নারীদের মাঝেই থাকতে হবে। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জুমআর দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল ও মিসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য থাকলে সে যেন সুগন্ধি ব্যবহার করে’। অন্য বর্ণনায় আছে, ‘এমনকি স্ত্রীর সুগন্ধি থেকে হলেও’ (ছহীহ মুসলিম, হা/৮৪৬)।
প্রশ্নকারী : রাহুল ইসলাম
দূর্গাপুর রাজশাহী।