কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): ছালাতে আবেগবশত (নিচু শব্দে) কান্না চলে আসলে কান্না করা যাবে কি?

উত্তর: ছালাতে কান্না করা নবী ও সৎলোকদের বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনু শিখখীর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম, তখন তিনি ছালাত আদায় করছিলেন। আর তার থেকে ডেগের ফুটন্ত পানির মতো গড়গড় আওয়াজে কান্নার শব্দ শোনা যাচ্ছিল (আবূ দাঊদ, হা/৯০৪; নাসাঈ, হা/১২১৪)। তাই ছালাতের মধ্যে আল্লাহর ভয়ে কান্না অবশ্যই ভালো কাজ। তবে যদি আল্লাহর ভয়ে না হয়ে দুনিয়াবী কোনো বিপদের কারণে হতাশায় হাউমাউ করে, তবে তার ছালাত বাতিল হয়ে যাবে। অবশ্য আওয়াজবিহীন কান্নায় ছালাতে ক্ষতি হবে না (আল-মুগনী, ১/৩৯৪-৩৯৫)। 

প্রশ্নকারী : গোলাম জিলানী মাহবুবে আলম

পল্লবী, ঢাকা-১২১৬।

Magazine