উত্তর: সারারাত না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়া এটা শরীআতসম্মত পদ্ধতি নয়। বরং অল্প হলেও তা নিয়মিত করা উচিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা আমল করতে থাকো তোমাদের সামর্থ্য অনুযায়ী। কারণ আল্লাহ তাআলা ক্লান্ত হন না, বরং তোমরাই ক্লান্ত হয়ে পড়বে। আর আল্লাহর নিকট ঐ আমল সবচেয়ে প্রিয় যা সর্বদা করা হয়, যদিও তা কম হয়’ (ছহীহ বুখারী, হা/৫৮৬১)। এক ছাহাবী রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমল শুনে সারারাত না ঘুমিয়ে ইবাদত করতে চাইলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তাঁর প্রতি বেশি অনুগত; অথচ আমি ছওম পালন করি, আবার তা থেকে বিরতও থাকি। ছালাত আদায় করি এবং নিদ্রা যাই ও নারীদেরকে বিয়েও করি। সুতরাং যারা আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে, তারা আমার দলভুক্ত নয়’ (ছহীহ বুখারী, হা/৫০৬৩)। তবে কোনো কারণে এমন হলে তাহাজ্জুদ পড়তে কোনো সমস্যা নেই।
প্রশ্নকারী : পিয়াস মাহমুদ