কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : আমার ফুপা এবং ফুপু সূদের সাথে জড়িত। পারিবারিক সম্পর্কের কারণে তাদের পক্ষ থেকে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের উপঢৌকন এবং খাবার পাঠানো হয়। তাদের দেওয়া খাবার বা জামা-কাপড় পরিধান করলে ইবাদত কবুল হবে কি?

উত্তর : কেউ স্বেচ্ছায় কোনো জিনিস দিলে তা গ্রহণ করা উত্তম (ছহীহ বুখারী, হা/৭১৬৩-৬৪; ছহীহ মুসলিম, হা/১০৪৫; মিশকাত, হা/১৮৪৫)। তবে জেনে-শুনে উক্ত হারাম উপার্জন থেকে প্রদান করা উপঢৌকন গ্রহণ করলে ও তাদের পাঠানো খাবার ভক্ষণ করলে গুনাহগার হবে এবং ইবাদত কবুল হবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র; তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। তাছাড়া এতে অন্যায়ের সমর্থন করা হবে, যা করতে মহান আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, ‘তোমরা অন্যায় ও পাপ কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : নাহিদা আফরিন

চারঘাট, রাজশাহী।


Magazine