কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): আহলে কুরআন যারা আল্লাহ ও কুরআনকে বিশ্বাস করে। মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবী হিসেবে মানে কিন্তু রাসূল হিসেবে অন্য ব্যক্তিকে মানে। ছাহাবীদেরও সম্মান করে না। জানি না কোনো ওযর আছে কি-না। এমন মেয়েকে বিয়ে করা কি জায়েয?

উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবী ও রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ কুরআনে বলেন, ‘অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য হতেই একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে তা তাঁর জন্য বড়ই বেদনাদায়ক। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু’ (আত-তাওবা, ৯/১২৮)। সুতরাং যারা মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাসূল হিসেবে মানে না তারা কাফের। যারা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর হাদীছকে মানে না তারা প্রকৃতপক্ষে কুরআনকেই অস্বীকার করে। যারা তাঁর ছাহাবীকে অসম্মান করে তারা মুনাফিক্ব। অতএব, এমন মেয়েকে বিবাহ করা যাবে না। আমাদের মনে রাখতে হবে আহলে কুরআন একটি বাতিল ফেরকা যারা কুরআন মানার দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে কুরআনও মানে না, হাদীছও মানে না। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং দেশ ও জাতিকে সতর্ক করতে হবে।

প্রশ্নকারী : ইমামুল কাবীর

কুমিল্লা।


Magazine