উত্তর : মসজিদ ভেঙ্গে দেওয়ার অর্থ হলো- মানুষকে আল্লাহর ইবাদত হতে বাধা প্রদান করা, মানুষকে মসজিদ বিমূখ বানানো যা কোনো মুসলিমের কাজ হতে পারে না। যারা মুসলিমদের মসজিদ ভাঙ্গবে আল্লাহর ভাষায় তারা পৃথিবীর সবচেয়ে বড় অত্যাচারী-যালেম। আর যালেমের বিরুদ্ধে মাযলুম ব্যক্তিগণ বদ-দু’আ করতে পারে এবং বদ-দু’আ করলে আল্লাহ তাদের বদ-দু’আ কবুল করবেন। এমন ব্যক্তিদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর মসজিদসমূহে তাহার নাম স্বরণ করতে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস সাধনে প্রয়াসী হয় তার অপেক্ষা বড় যালিম কে হতে পারে? ভীত-সন্ত্রস্ত অবস্থা ছাড়া এদের জন্য মসজিদসমূহে প্রবেশ করা বিধেয় নয়। তাদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে রয়েছে মহা-শাস্তি’ (আল-বাক্বারা, ১১৪)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’আয রাযিয়াল্লাহু আনহু–কে ইয়ামানে পাঠানোর সময় উপদেশ দিয়ে বললেন, ‘তুমি মাযলুমের বদ-দু’আকে ভয় করবে। কেননা তার বদ-দু’আ আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না অর্থাৎ সরাসরি কবুল হয়’ (ছহীহ বুখারী, হা/২৪৪৮; ছহীহ মুসলিম, হা/১৯)।
-মো. মাজহারুল ইসলাম
শিবগঞ্জ, বগুড়া।