কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : তারাবীহর ছালাত মসজিদে না পড়ে বাড়ির ছাদ, গ্যারেজ বা অন্য স্থানে হাফেয নিয়োগ করে পড়া ছহীহ হবে কি?

উত্তর : তারাবীহর ছালাত নফল ছালাত। আর নফল ছালাত বাড়িতে পড়াই উত্তম। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের বাড়িকে তোমরা কবর বানিয়ে না ফেলে কিছু ছালাত (নফল ছালাত) তোমরা বাড়িতে আদায় করো’ (ছহীহ মুসলিম, হা/৭৭৭)। তাই তারাবীহর ছালাত বাড়িতে, গ্যারেজে কিংবা অন্য স্থানে পড়া যায়। বরং এতে উক্ত স্থানগুলো কবরের মতো হওয়া থেকে মুক্ত হবে। তবে উক্ত স্থানগুলোতে তারাবীহর সাথে এশা ছালাত পড়া যাবে না। কারণ ফরয ছালাতের জন্য ওযর না থাকলে মসজিদে যাওয়া জরুরী।

প্রশ্নকারী : শওকত হোসেন

মানিকদি নামাপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট।


Magazine