কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : বাবার মৃত্যুর পর বাবার সকল সম্পদ মা দখল করে নিজের মত করে ভোগ করতে পারবে কি?

উত্তর: না; বাবার মৃত্যুর পর মা তার সকল সম্পদ দখল করে ভোগ করতে পারে না। বরং ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদ দ্বারা কাফন-দাফন সম্পন্ন করে যে সকল সম্পদ অবশিষ্ট থাকবে তা ওয়ারিছদের মাঝে প্রাপ্য অংশ অনুযায়ী ভাগ করে বুঝিয়ে দিতে হবে। কেননা ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদের মালিকানা তার ওয়ারিছদের মাঝে অংশানুপাতে বণ্টিত হয়ে যায়। তাই স্ত্রী হিসাবে সে আট ভাগের একভাগ (মৃতের যদি সন্তান থেকে থাকে) বা চারভাগের একভাগ (যদি সন্তান না থাকে) পাবে, বাকি অংশ অন্যান্য ওয়ারিছদের মাঝে বণ্টিত হবে। এক্ষেত্রে মা যদি সকল সম্পদ দখল করে ভোগ করে তাহলে অবশ্যই তা যুলুম হবে। আর যুলুমের শাস্তি ভয়াবহ। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ কর না’ (আল আনফাল, ৮/২৭)। সাঈদ ইবনু যায়েদ ইবনু আমর ইবনু নুফায়েল রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কারো এক বিঘত (অর্ধহাত) জমি জোর দখল করবে, কিয়ামতের দিন আল্লাহ তার গলায় সাত স্তর যমীন বেড়িরূপে পরিয়ে দিবেন’ (ছহীহ মুসলিম, হা/১৬১০; মুসনাদে আবী ইয়ালা, হা/৯৫৯)। অন্যত্র তিনি বলেন, ‘(কিয়ামতের দিন) গাদ্দারের জন্য একটি পতাকা তোলা হবে এবং বলা হবে যে, এ হলো অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন’ (ছহীহ বুখারী, হা/৬১৭৭)। তিনি আরো বলেন, ‘যুলুম কিয়ামতের দিন বহু অন্ধকারের কারণ হবে’ (ছহীহ বুখারী, হা/২৩১৫; ছহীহ মুসলিম, হা/২৫৭৯)।

প্রশ্নকারী : সালাউদ্দীন

ভাসানটেক, ঢাকা।


Magazine