উত্তর: লোহার আংটি ব্যবহার করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। সাহল রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, একজন মহিলা এসে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিজেকে (বিবাহের জন্য) পেশ করলেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! তাকে আমার সঙ্গে বিবাহ দিয়ে দিন। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার কাছে (মোহরানা স্বরূপ) কী আছে? সে উত্তর দিল, আমার কাছে কিছুই নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তালাশ কর, কোন কিছু পাও কিনা? দেখ যদি একটি লোহার আংটিও পাও’ (ছহীহ বুখারী, হা/৫৫৩৩; আল মুজামুল কাবীর, হা/৫৯০৭; ফাতাওয়া লাজনা দায়েমা, ২৪/৬৪; ফাতাওয়া নূর আলাদ-দারব ‘উছায়মীন’, ১১/৫৭; ফাতাওয়া নূর আলাদ-দারব, ‘ইবনু বায’, ৭/২৮৯; আল মাজমু‘ লিন নববী, ৪/৪৬৫)। অত্র হাদীছ প্রমাণ করে যে, লোহার আংটি পরিধান করা জায়েয। লোহার আংটি ব্যবহার করা যাবে না মর্মে বর্ণিত আবূ দাউদ, তিরমিযীর হাদীছ দুর্বল (আবূ দাউদ, হা/৪২২৩; তিরমিযী, হা/১৭৮৫ ‘দুর্বল’)।
প্রশ্নকারী : নূরুল ইসলাম
ঢাকা।