কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : কাফের মুশরিকরাও কি হাশরের মাঠে আল্লাহকে দেখতে পাবে।

উত্তর : না; কাফের-মুশরিকদের কেউ আল্লাহকে দেখতে পারবে না। মহান আল্লাহ বলেন, ‘কক্ষনো নয়; অবশ্যই সেদিন তারা তাদের রবের সাক্ষাৎ হতে অন্তরীণ থাকবে। অতঃপর তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে’ (আল-মুত্বাফফিফীন, ৮৩/১৫-১৬)। বরং এ নে‘মত শুধু মুমিনদের জন্য। কেননা আল্লাহর দর্শন জান্নাতের সবচেয়ে বড় নে‘মত। আর জান্নাতের কোনো নে‘মত কাফেরদের কপালে জুটবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‌إِنَّكُمْ ‌سَتَرَوْنَ ‌رَبَّكُمْ عِيَانًا ‘অতিসত্ত্বর তোমরা তোমাদের রবকে স্বচক্ষে দর্শন করবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৯৮)। অন্য হাদীছে রয়েছে, ‘অতিসত্ত্বর তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, যেভাবে তোমরা এই চন্দ্রকে দেখতে পাচ্ছ’ (ছহীহ বুখারী, হা/৫৫৪; ছহীহ মুসলিম, হা/৬৩৩)।

প্রশ্নকারী : মাহফুজুর রহমান

 ঢাকা।

Magazine