কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ছেলেও মেয়েদের আলাদাভাবে ব্যবস্থা থাকলে গার্মেন্টসে কাজ করতে পারবেকি?

উত্তর: প্রথমত ইসলামে মেয়েদেরকে বাইরে বের না হয়ে ঘরে বসবাস করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা স্বগৃহে অবস্থান করবে। প্রাচীন জাহেলী যুগের নারীদের মতো নিজেদের প্রদর্শন করবে না’ (আল-আহযাব, ৩৩/৩৩)। নারীদের আর্থিক যোগানের দায়িত্ব পুরুষদের। বিয়ের আগে তাদের দায়িত্ব বাবার উপর, বিয়ের পরে স্বামীর উপর, তাদের রূযী উপার্জনের চিন্তা করতে হবে না।

গার্মেন্টসে নারী পুরুষের আলাদা ব্যবস্থা থাকলেও বিভিন্ন সমস্যা থেকে তা মুক্ত নয়। কাজেই সেখানে মহিলাদের চাকরি না করাই ভালো।

প্রশ্নকারী: আব্দুর রহমান

চিরির বন্দর, দিনাজপুর।

Magazine