কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : কিছুদিন আগে এক ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয় এবং তারা আমার বোনকে আংটি পরিয়ে যায়। এখন কি তারা পরস্পরে মোবাইলে কথা বলতে পারবে?

উত্তর: যতক্ষণ পর্যন্ত বিবাহের আকদ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা স্বামী-স্ত্রী নয়। অতএব বিবাহ পড়ানোর পূর্ব পর্যন্ত মোবাইলে বা সরাসরি কথাবার্তা বলা, দেখা-সাক্ষাৎ করা কিংবা কোনো কিছু আদান-প্রদান করা সম্পূর্ণরূপে হারাম এবং তা যেনার শামিল। এগুলো পাশ্চাত্য সংস্কৃতির নোংরা রীতি মাত্র। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মাহরাম পুরুষ সাথে না রেখে কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয়’ (ছহীহ বুখারী, হা/৫২৩৩)। উক্ববা ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাক’। একজন ছাহাবী বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! দেবর সম্পর্কে কী বলছেন? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘দেবর মরণ সমতুল্য’ (ছহীহ বুখারী, হা/৫২৩২; মিশকাত, হা/৩১০২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘একজন স্ত্রীলোকের সাথে একজন পুরুষ নির্জনে থাকলে তাদের মধ্যে তৃতীয়জন থাকে শয়তান’ (তিরমিযী, হা/১১৭১)। তাই বিয়ের প্রস্তাব দেওয়া মেয়ের সাথে মাহরাম পুরুষ দেখা-সাক্ষাৎ করা বা কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine