কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : নবজাতকের জন্মের সময় কানে আযান দেয়ার গুরুত্ব ও ফযীলত কী?

উত্তর: নবজাতকের জন্মের সময় কানে আযান দেওয়া সুন্নাত। আবূ রাফে‘ তাঁর পিতা হতে বর্ণনা করে বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আলীর পুত্র হাসানের কানে ছালাতের আযানের মতো আযান দিতে দেখেছি, যখন ফাতেমা রযিয়াল্লাহু আনহা তাকে জন্ম দেন (তিরমিযী, হা/১৫৫৩)। তবে নবজাতকের জন্মের পরপরই তার ডান কানে আযান ও বাম কানে ইক্বামত শুনানোর হাদীছ ‘মউযূ’ বা জাল (ইরওয়াউল গালীল, হা/১১৭৪)। 

প্রশ্নকারী : আরমান হুসাইন

খুলনা।


Magazine