উত্তর: ই‘তিকাফ করা হলো সুন্নাত। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা মসজিদে ই‘তিকাফ থাকাবস্থায় স্ত্রী সহবাস করো না’ (আল-বাকারা, ২/১৮৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই‘তিকাফ করেছেন এবং তাঁর মৃত্যুর পরে তাঁর স্ত্রীগণও ই‘তিকাফ করেছেন (ছহীহ বুখারী, হা/২০৩৩; ছহীহ মুসলিম, হা/১১৭৩)। এছাড়াও ই‘তিকাফ করা সুন্নাহ হওয়ার বিষয়ে ইজমা রয়েছে (আল-মাজমূ, ৬/৪০৭; আল-মুগনী, ৪/৪৫৬)। তবে এলাকাতে কেউ ই‘তিকাফ না করলে সকলেই গুনাহগার হবে এমন বক্তব্য সঠিক নয়।
প্রশ্নকারী : আব্দুস সামাদ
বগুড়া।