কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): গোসলের পরেই ছালাত আদায়ের জন্য নতুন করে কি আবার ওযূ করতে হবে?

উত্তর: গোসল করার সময় যদি ছালাতের ওযূর মতো ওযূ করে থাকে, তাহলে গোসলের পর তাকে আর ওযূ করতে হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয গোসলের জন্য ছালাতের ওযূর মতো ওযূ করতেন। গোসল শেষে তিনি আর ওযূ করতেন না, বরং গোসলের ওযূতেই তিনি ছালাত আদায় করতেন (ছহীহ বুখারী, হা/২৪৯)।

প্রশ্নকারী :  আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine