উত্তর: হাদীছ নির্ণয়ে জনৈক আলেম যে বক্তব্য দিয়েছেন তা সঠিক। মূলত এ সমস্ত বিষয়সহ আরো কিছু বিষয়কে সামনে রেখে হাদীছকে ছহীহ যঈফ নির্ণয় করা যায়। যেমন: হাদীছ মুত্তাছিল না হওয়া, রাবীর মধ্যে মিথ্যার গুণ বিদ্যমান থাকা ইত্যাদি।
প্রশ্নকারী : মো: মিনহাজ পারভেজ
হড়গ্রাম, রাজশাহী।