কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : বিবাহের পরে জানতে পারলাম, স্ত্রীর অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল। জানার পরে এজন্য আমার মনে তার প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি হচ্ছে। আমি তাকে তালাক দিতে চাই। শারঈ বিধান অনুযায়ী কী করা উচিত?

উত্তর : বিবাহপূর্ব সম্পর্ক অবৈধ ও হারাম। একে পবিত্র প্রেম বলার কোনো সুযোগ নেই। এমন কাজে জড়িয়ে পড়লে তাকে অবশ্যই আল্লাহর কাছে তওবা করতে হবে এবং বেঁচে থাকার তাওফীক্ব কামনা করতে হবে। আল্লাহ বড় ক্ষমাকারী। তিনি সকল পাপ ক্ষমা করে দেন (আয যুমার, ৩৯/৫৩)। কিন্তু বিবাহের পরে এমন সম্পর্কের কথা জানা গেলে শুধু এ কারণেই তালাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এমনকি সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তার সম্পর্কে মন্দ ধারণা রাখাও উচিত নয়। আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা অধিক ধারণা থেকে থাকো। কারণ কিছু কিছু ধারণা মিথ্যা। আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়িও না’ (আল-হুজুরাত, ৪৯/১২)। তবে বিবাহের পরেও যদি হারাম সম্পর্কে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে দ্বীন-দুনিয়ার ক্ষতি ও পরকালীন শাস্তি সম্পর্কে সতর্ক করতে হবে। যদি তাতেও কাজ না হয় তাহলে তালাক দিয়ে দিতে হবে।

 প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine