উত্তর: দু‘আ করার সময় আল্লাহর প্রশংসা করে ও নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর দরূদের পরে দু‘আ করা মুস্তাহাব (তিরমিযী, হা/৪৮৬; ছহীহুল জামে, হা/৪৫২৩)। আবার আযান ও ইকামতের মাঝে কেউ চাইলে হাত তুলে দু‘আ করতে পারে আবার চাইলে হাত না তুলেও দু‘আ করতে পারে। সালমান ফারসী রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দাতা। যখন কোনো ব্যক্তি তাঁর দরবারে তার দুই হাত তুলে (প্রার্থনা করে), তখন তিনি তার দুই হাত শূন্য ও বঞ্চিত করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন’ (তিরমিযী, হা/৩৫৫৬)।
প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ
হড়গ্ৰাম, রাজশাহী।