কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : কেউ কারো জন্য দু‘আ করলে ফেরেশতাগণ ঐ দু‘আকারীর জন্য দু‘আ করেন। এর প্রমাণে কোনো ছহীহ হাদীছ আছে কি?

উত্তর : হ্যাঁ, কোনো মুসলিম ব্যক্তি যদি অপর মুসলিম ব্যক্তির জন্য দু‘আ করে তাহলে ফেরেশতাগণ ঐ দু‘আকারীর জন্য অনুরূপ দু‘আ করেন। আবূ দারদা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু‘আ করলে একজন ফেরেশতা তার জবাবে বলে ‘আর তোমার জন্যও অনুরূপ’ (ছহীহ মুসলিম, হা/৪৯১২)।

প্রশ্নকারী : সজীব আহমেদ 

জামালপুর।


Magazine