কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : বাড়িতে কলিংবেল লাগানো যাবে কি?

উত্তর : বাড়িতে কলিংবেল লাগানো যায়। তবে কলিংবেলে টোন হিসাবে সালাম ব্যবহার করতে হবে। কেননা এই মর্মে মহান আল্লাহ আদেশ করেছেন। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, ‘তোমরা নিজদের গৃহ ছাড়া অন্য কারও গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর (আন-নূর, ২৪/২৭)।

প্রশ্নকারী : শফিকুল ইসলাম

ফরিদপুর।


Magazine