কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : দুই ঈদের তাকবীর কোন সময় থেকে কখন পর্যন্ত পড়তে হয়?

উত্তর : ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়া হতে ঈদের ছালাত পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্নাত (নায়লুল আওত্বার, ৩/৩৪০; শারহুস সুন্নাহ, ৪/৩০০)। আর ঈদুল আযহা উপলক্ষ্যে যিলহজ্জের ৯ তারিখ তথা আরাফার দিন সকাল হতে ১৩ তারিখ আছর পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্নাত (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/৫৬৭৮, সনদ ছহীহ; ইরওয়াউল গালীল, হা/৬৫৩-এর আলোচনা দ্র., ৩/১২৫)। তবে যিলহজ্জের প্রথম দিন হতে কুরবানীর পরের তিন দিন পর্যন্তও তাকবীর পাঠ করা যায় (ছহীহ বুখারী, হা/৯৬৯-এর অনুচ্ছেদ দ্র.)।
প্রশ্নকারী : নামপ্রকাশে অনিচ্ছুক।


Magazine