উত্তর: জরুরী প্রয়োজনে আনুষ্ঠানিকতা করে ইফতারের আয়োজন করতে পারে, তবে না করাই উত্তম। কেননা তাতে বাড়তি রান্নাবান্নার কার্যক্রম, ছিয়ামরত অবস্থায় হৈচৈ, অনর্থক কথাবার্তা, যিকির-আযকার থেকে দূরে থাকা, অনিচ্ছা সত্ত্বেও লোকদেখানো আমল, সম্মিলিত মুনাজাতের মত বিদআতসহ আরো কিছু অহেতুক কাজ হয়ে থাকে। তবে একক দাওয়াতে ইফতারের ব্যবস্থা করতে পারে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো ছিয়াম পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্যও ছিয়াম পালনকারীর সমপরিমাণ ছওয়াব রয়েছে। কিন্তু এর ফলে ছিয়াম পালনকারীর ছওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না’ (তিরমিযী, হা/৮০৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
শাহমখদুম, রাজশাহী।