উত্তর : প্রত্যেক হালাল ও বৈধ পণ্যের ব্যবসা করাতে শারয়ী কোনো বাধা নেই। ফুলও একটি বৈধ পণ্য। সুতরাং ফুল বিক্রয় করা যায়। কেউ যদি কামারের নিকট থেকে কোনো ধারালো অস্ত্র ক্রয় করে তা দ্বারা কোনো হত্যাযজ্ঞ ঘটায়, তাহলে এই হত্যার জন্য যেমন কামার দায়ী নয়। ঠিক তদ্রূপ ফুল বিক্রেতার নিকট হতে ফুল ক্রয় করে যদি কেউ তা অবৈধ কাজে ব্যবহার করে, তাহলে তার জন্য ফুল বিক্রেতা দায়বদ্ধ থাকবে না। বরং অবৈধ কাজে ব্যবহারকারী এর জন্য আল্লাহর নিকট পাপী হবে। কেননা, মহান আল্লাহ বলেন, وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى ‘কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না’ (ফাতির, ১৮)। তবে স্পষ্ট জানতে পারলে তার নিকট বিক্রয় করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর ভালো এবং তাক্বওয়ার কাজে সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ২)।
প্রশ্নকারী : আশরাফুল ইসলাম
শ্রীপুর, মাগুরা।