কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : রাসূল (সা.) কীভাবে ছিয়াম পালন করতেন তার একটি বিবরণ জানতে চাই।

উত্তর: রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে রামাযানের প্রস্তুতি শুরু করতেন। তাই তিনি প্রায় পুরো শাবান মাস ছিয়াম পালন করতেন (ছহীহ মুসলিম, হা/১১৫৬)। তিনি ছাহারী খেতেন শুকনো খেজুর দ্বারা (আবূ দাঊদ, হা/২৩৪৫; মিশকাত, হা/১৯৯৮)। সাহারী খেতেন দেরিতে আর ইফতার করতেন তাড়াতাড়ি (ছহীহ বুখারী, হা/১৯২১; ছহীহ মুসলিম, হা/১০৯৮)। আর ইফতার করতেন তাজা খেজুর দ্বারা। তাজা খেজুর না পেলে শুকনো খেজুর আর শুকনো খেজুর না পেলে শুধু পানি দ্বারা ইফতার করতেন (আবূ দাঊদ, হা/২৩৫৬; মুসনাদে আহমাদ, হা/১২৬৯৮)। রামাযানের প্রতি রাতে তাঁকে জিবরীল আলাইহিস সালাম কুরআন পড়ে শুনাতেন। তিনি রামাযানে প্রবাহিত বাতাসের চেয়ে দ্রুত দান করতেন (ছহীহ বুখারী, হা/৬; মুসনাদে আহমাদ, হা/২৬১৬)। রাতে নফল ছালাত আদায় করতেন (ছহীহ বুখারী, হা/২০১৩; মুসনাদে আহমাদ, হা/২৪৪৯০)। মানুষকে ইফতার করানোর গুরুত্ব বোঝাতেন (তিরমিযী, হা/৮০৭; ইবনু মাজাহ, হা/১৭৪৬)। শেষ দশকে ই‘তেকাফ করতেন (ছহীহ বুখারী, হা/২০২৬; ছহীহ মসলিম, হা/১১৭১)। রামাযানের শেষ দশকের রাত্রে তিনি নিজে জাগতেন এবং আহল-পরিবারকে জাগিয়ে দিতেন। (ছহীহ বুখারী, হা/২০২৪; মিশকাত, হা/২০৯০)। এভাবে তিনি ছিয়াম পালন করতেন।

প্রশ্নকারী : নেয়ামাতুল্লাহ

ফরিদপুর।


Magazine