কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : বাবা মায়ের প্রতি মেয়েদের কী কী দায়-দায়িত্ব রয়েছে? ভরণপোষণের দায়িত্ব কি মেয়েদের উপর নেই?

উত্তর : প্রথমত: পিতা-মাতার সেবা-শুশ্রুষা মর্মে বর্ণিত কুরআন ও হাদীছ দ্বারা বোঝা যায় যে, তাদের সেবা-শুশ্রুষার ক্ষেত্রে ছেলে-মেয়ের কোনো পার্থক্য নেই। পিতা-মাতার খেদমত সম্পর্কে মহান আল্লাহ বলেন, ‘তোমার রব আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করো… অনুকম্পায় তাদের প্রতি বিনয়াবনত থেকো’ (আল-ইসরা, ২৩-২৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই তোমাদের সন্তানগন তোমাদের পবিত্রতম উপার্জনের অর্ন্তভুক্ত। অতএব তোমরা তোমাদের সন্তানদের উপার্জন হতে ভক্ষণ কর’ (ছহীহ বুখারী, হা/৫২৭; ছহীহ মুসলিম, হা/৮৫ আবূ দাঊদ, হা/ ৩৫৩০; মিশকাত, হা/৩৩৫৪)। আসমা বিনতু আবূ বকর রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার মা আমার কাছে আসলেন। তিনি ছিলেন মুশরিকা। এ ঘটনা ঐ সময়ের, যখন কুরাইশদের সাথে হুদায়বীয়ার সন্ধি সংঘটিত হয়েছিল। আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মা আমার কাছে এসেছেন, তিনি আমার প্রতি আকৃষ্ট। সুতরাং আমি কি তার সাথে সদ্ব্যবহার করব? তিনি বললেন, ‘হ্যাঁ, তার সাথে উত্তম আচরণ করো’ (মিশকাত, হা/৪৯১৩)। দ্বিতীয়ত: কন্যা সন্তানরা যেহেতু বিবাহের পর স্বামীর বাড়িতে চলে যায় আর ছেলে সন্তানরা পিতা-মাতার সাথে বাড়িতে থাকে এবং পিতা-মাতার সকল দায়িত্ব পালন করে থাকে এবং উত্তরাধিকারী হিসাবেও কন্যার ডবল সম্পদ পেয়ে থাকে তাই ছেলের উপরই পিতা-মাতার খেদমতের মূল দায়িত্ব বর্তায় (আল-মুগনী, ৮/২১৯)। তবে, ছেলে সন্তানের অবর্তমানে মেয়ে তাদের পূর্ণ খেদমত করবে। আর তাদের বর্তমানে মেয়েরা সম্ভবপর তাদের খেদমত করার চেষ্টা করবে।

সাহিদা আক্তার।



Magazine