কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : দাঁড়াতে সক্ষম ব্যক্তি যদি নফল ছালাত বসে আদায় করে, তাহলে তার ছালাত কি কবুল হবে?

উত্তর : দাঁড়াতে সক্ষম ব্যক্তির জন্য নফল ছালাত দাঁড়িয়ে আদায় করাই উত্তম। তবে কেউ বসে আদায় করলেও তার ছালাত ছহীহ হবে। সেক্ষেত্রে সে দাঁড়িয়ে আদায়কারীর অর্ধেক নেকী পাবে (ছহীহবুখারীহা/১১১৫)। পক্ষান্তরে ফরয ছালাতে দাঁড়াতে সক্ষম ব্যক্তিকে দাঁড়িয়েই আদায় করতে হবে। কেননা ফরয ছালাতে দাঁড়ানো ছালাতের অন্যতম রুকন। আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে ছালাত আদায় করো’ (আল-বাক্বারা, ২/২৩৮)। সুতরাং দাঁড়াতে সক্ষম ব্যক্তি কোনো ওযর ছাড়াই বসে ফরয ছালাত আদায় করলে তার সেই ছালাত বাতিল হবে।

প্রশ্নকারী : রবিউল আলম

কুড়িগ্রাম।


Magazine