উত্তর : জানাযার ছালাতে ভুলক্রমে পাঁচ তাকবীর হওয়াতে ছালাত বাতিল হবে না। কেননা জানাযার ছালাত পাঁচ তাকবীরেও পড়া যায়। আব্দুর রহমান ইবনু আবু লায়লা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যায়েদ ইবনু আরক্বাম রাযিয়াল্লাহু আনহু ছালাতুল জানাযায় চার তাকবীর বলতেন। এক জানাযায় তিনি পাঁচ তাকবীরও বললেন। আমরা তখন তাকে এর কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ তাক্ববীরও দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/৯৫৭; আবুদাঊদ, হা/৩১৯৭; তিরমিযী, হা/১০২৩; মিশকাত, হা/১৬৫৩)। উল্লেখ্য যে, জানাযার ছালাতে ভুল হলে কিংবা কোন অংশ ছুটে গেলে তার সংশোধন করা লাগে না। কারণ ঈদের ছালাতের ন্যায় জানাযার ছালাতে ভুল হ’লে ক্বাযা করার প্রয়োজন নেই। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু সহ অন্যান্যরা এমনটি বলেছেন (ফিক্বহুস সুন্নাহ, ১/৪৪৪ পৃঃ ‘জানাযার ছালাত’ অনুচ্ছেদ)।
-আব্দুল মোমিন
পশ্চিম মাদার বাড়ী, চট্টগ্রাম।