উত্তর: যেসব হাফেযগণ কুরআন মুখস্থ করার পাশাপাশি কুরআন তিলাওয়াত করে ও সেই অনুযায়ী আমল করে, পরকালে তারা উচ্চ মর্যাদার অধিকারী হবেন। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কিয়ামতের দিন কুরআনের হাফেযকে বলা হবে কুরআন তেলাওয়াত করতে থাক এবং জান্নাতের উপরের দিকে আরোহণ করতে থাক। অক্ষর ও শব্দ স্পষ্ট করে তেলাওয়াত করতে থাক, যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে। তোমার তেলাওয়াতের সর্বশেষ স্তর হবে তোমার বসবাসের সর্বোচ্চ স্থান’ (আবূ দাঊদ, হা/১৪৬৪; তিরমিযী, হা/২৯১৪)।
প্রশ্নকারী :খাইরুল ইসলাম
সিরাজগঞ্জ।