কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : আমি বাবা মাকে না জানিয়ে অনেক আগে টাকা নিয়ে খরচ করেছি, এখন আমি তাদেরকে বিষয়টি না জানিয়ে তাদের টাকা পরিশোধ করতে চাই। এমতাবস্থায় কি আমি ক্ষমা পাব?

উত্তর : কোনো পুত্রের জন্য তার পিতামাতার সম্পদ প্রয়োজনের অতিরিক্ত তাদের অনুমতি ব্যতীত নেয়া জায়েয হবে না। এখন কেউ যদি এরকম করে থাকে, তাহলে সে মাল তাকে ফেরত দিতে হবে। তাদের জানিয়ে হোক বা না জানিয়ে হোক (ফতওয়া নুর আলাদ দারব, পিতার অগচরে তার সম্পদ সন্তানের নেওয়ার বিধান)। রাসূল সা. বলেন, لا يحل مال امرئ مسلم إلا بطيب نفسه অর্থাৎ কোনো মুসলিমের সম্পদ তার সম্মতি ব্যাতিত বৈধ নয় । (আওয়ালিউল লিআয়ি ২/১১৩পৃ)

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক




Magazine