কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): আমি কর্মসূত্রে আশুলিয়ায় বসবাস করি। এখানে অনেক বাসাতে দেখা যায়, লাইনের গ্যাস ব্যবহৃত হয়; কিন্তু বাস্তবে সেগুলো অবৈধ। অনেক বাসা এমনও আছে, যার কিছু চুলা বৈধ ও বাকিগুলো অবৈধ। এমতাবস্তায় এসব বাড়িতে বাসা ভাড়া নেওয়া এবং চুলা ব্যবহার করা বৈধ হবে কি?

উত্তর: গ্যাস একটি সরকারি মালিকানাধীন সম্পদ, যা জনগণের জন্য নির্ধারিত। নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে তা ব্যবহার করা চুরি হিসেবে গণ্য হবে, যা ইসলামে হারাম। মালিকের এমন অবৈধ চুলার লাইন নেওয়া ঠিক হয়নি। তাকে বৈধ লাইন নিতে হবে। একজন ভাড়াটিয়া হিসেবে বাড়িওয়ালার সাথে আলোচনা করে বৈধ চুলা ব্যবহার করতে হবে। অন্যথায় জেনেশুনে অবৈধ চুলা ব্যবহার করলে তিনিও দায়ী থাকবেন। আল্লাহ তাআলা বলেন, ‘সৎকর্ম ও তাক্বওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। 

প্রশ্নকারী : আল-আমিন

আশুলিয়া, ঢাকা।


Magazine