উত্তর: ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, যে কুরবানীর সামর্থ্য রাখে না সে হজ্জের দিনসমূহের মধ্যে তিনদিন ছওম পালন করবে আর তা আরাফার দিনের আগে হতে হবে। আর তিনদিনের শেষ দিন যদি আরাফার দিন হয়, তবে তাতে কোনো দোষ নেই (ছহীহ বুখারী, হা/৪৫২১)। তাতেও রাখতে না পারলে তাশরীকের দিনগুলোতে রাখবে। আয়েশা ও ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তারা উভয়ে বলেন, যার নিকট কুরবানীর পশু নেই তিনি ব্যতীত অন্য কারও জন্য আইয়্যামে তাশরীকে ছওম পালন করার অনুমতি দেওয়া হয়নি (ছহীহ বুখারী, হা/১৯৯৭)।
প্রশ্নকারী : আহনাফ
দিনাজপুর।
 
                             
                        
 
        
    