কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : আমরা ২৯ শা‘বান দিবাগত রাত তথা ৩০ই শা‘বানের রাত্রিতে চাঁদ দেখার জন্য বের হই। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা যাইনি। এমতাবস্থায় আমরা কি ৩০ শা‘বান রামাযানের ছিয়াম রাখব? যেহেতু এটি সন্দেহপূর্ণ দিন?

উত্তর৩০ শাবান সন্দেহপূর্ণ হওয়ায় উক্ত দিনে ছিয়াম রাখা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এ (রমযান) মাস পাবে সে যেন তাতে ছিয়াম পালন করে (আল-বাক্বারা, ২/১৮৫)। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক-দুইদিন পূর্বে ছিয়াম পালনের মাধ্যমে রমযানকে অগ্রসর করো না। তবে কেউ যদি এ ছিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে তা পালন করতে পারে (ছহীহ বুখারী, হা/১৮১৫; ছহীহ মুসলিম, হা/১০৮২)। আব্দুল্লাহ ইবনু উমার হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস ঊনত্রিশ রাত বিশিষ্ট হয়। তাই তোমরা চাঁদ না দেখে ছিয়াম শুরু করবে না। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে ত্রিশ দিন পূর্ণ করবে (ছহীহ ‍বুখারী, হা/১৮০৮)।

প্রশ্নকারী : রফিকুল ইসলাম

জামালপুর।


Magazine